ডিএ ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের!
ডিএ দাবি নিয়ে এবার আলোচনার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। "ডিএ আবেদন নিয়ে আলোচনা হওয়া উচিত। সরকারের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা শুরু হওয়া উচিত। আন্দোলনকারীদের তরফে ৩ জন থাকতে পারেন। সরকারের তরফে মুখ্যসচিব বা এই স্তরের আধিকারিক আলোচনায় থাকুন।", মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনমের। আগামী ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম। এই আলোচনা থেকে ডিএ সমস্যার ইতিবাচক সমাধান বেরিয়ে আসবে বলে আশা আদালতের৷
আদালতে ফের বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের
আদালত চত্বরে ফের বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের দাবি, তাঁর মুখ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে তাঁকে৷ বিষয়টি চিঠি দিয়ে আদালতকেও জানিয়েছেন বলে জানান কুন্তল৷ এদিন আদালত চত্বরে সাংবাদিক সামনে কুন্তল ঘোষ দাবি করেন, "আগের দিন যা বলেছি, তা নিয়েই মহামান্য আদালতকে চিঠি দিয়েছি।" তখন সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করে, কার নাম তাঁর মুখ দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে? উত্তরে কুন্তল বলেন, " অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য যেভাবে আমাকে চাপ দেওয়া হচ্ছে, সেটা আমি জানিয়েছি।"
৩৭ ডিগ্রি পার
গরম বাড়ছে। চৈত্র শেষে প্রবল গরমের আশঙ্কা। তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বাংলায়। চৈত্র-শেষে প্রবল গরমের সতর্কবার্তা। ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা। দমদম, হাওড়াতেও ৪১ ডিগ্রির গরমের আশঙ্কা। গরম হাওয়া ‘লু’ থেকে সাবধানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। যেহেতু জলীয় বাষ্প তলানিতে, আপাতত তাই বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। ফলে লাফিয়ে লাফিয়ে চড়বে পারদ। চলতি বছরের মার্চ মাসেও তাপমাত্রার পারদ খুব একটা বাড়েনি। এমনকী বুধবার অবধি কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি পেরোয়নি। বৃহস্পতিবারই প্রথমবার কলকাতার তাপমাত্রা এই মরসুমে ৩৫ ডিগ্রি পার করে ৩৭ ডিগ্রিতে পৌঁছে গেল|
সিপিএম নেতা সুজন চক্রবর্তী ভর্তি হলেন হাসপাতালে
হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গত কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে তাঁর। গলায় সমস্যাও হচ্ছিল। সঙ্গে ক্রমাগত কাশির দমক। বুধবার থেকে তা বাড়তে থাকে। এরপরই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর আগে করোনাভাইরাস হানা দিয়েছিল তাঁর শরীরে। ২০২১ সালে কোভিড আক্রান্ত হন তিনি। মৃদু উপসর্গ নিয়ে সেই সময় হাসপাতালেও ভর্তি করাতে হয় এই বাম নেতাকে। সেই সময় ঠান্ডা লাগায় শ্বাসের কষ্ট হচ্ছিল সুজন চক্রবর্তীর। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
আইসক্রিম খেয়ে অসুস্থ
আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৫৫ জন। যার মধ্যে ২৫টি শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোনে জেলায়। খারগোনে জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. দৌলত সিং চৌহান জানান, জেলা সদর দফতর থেকে ১৪ কিলোমিটার দূরে ছাতাল গ্রামে বুধবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আইসক্রিম খেয়েই শিশু সহ ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আইসক্রিমের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। তাঁদের খারগোনে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।
ফের বন্দে ভারত লক্ষ্য করে পাথর
ফের হামলার মুখে সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত। বুধবার বিশাখাপত্তনমের কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এর জেরে জানালার কাচও ভেঙে গিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রেলের আধিকারিকরা। প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ভারতীয় রেলের। এই নিয়ে বিশাখাপত্তনমে গত তিন মাসে তৃতীয়বার বন্দে ভারত লক্ষ্য করে ছোড়া হল পাথর। রেলওয়ের ওয়ালটেয়ার ডিভিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল সেকেন্দারাবাদ থেকে বিজওয়াড়া রেলওয়ে স্টেশনের দিকে আসছিল বন্দে ভারত এক্সপ্রেসটি। সেই সময় খাম্মাম ও বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনের মাঝখানে বন্দে ভারতে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
‘যৌনতা সুন্দর বিষয়’
যৌনতা নিয়ে নিজের মত জানালেন পোপ ফ্রান্সিস। এই ক্যাথোলিক ধর্মগুরুর মুখে যৌনতার ব্যাপারে ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। বুধবার পোপকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে। নাম দেওয়া হয়েছে, “দ্য পোপ আনসার্স”। সেই ডকুমেন্টারিতেই যৌনতাকে প্রশংসায় ভরিয়েছেন পোপ ফ্রান্সিস। যৌনতার পাশাপাশি স্বমেহন, এলজিবিটি অধিকার, গর্ভপাত, পর্ন, ক্যাথোলিক চার্চের মধ্যে যৌন হেনস্থার মতো বিষয়েও নিজের মত জানিয়েছেন পোপ। সেখানেই পোপ জানিয়েছেন, “মানুষকে দেওয়া ঈশ্বরের সুন্দর বিষয়গুলির মধ্যে অন্যতম হল যৌনতা।” বাস্তবের যৌন অনুভূতির সমৃদ্ধি না নষ্ট করে এমন কাজে লিপ্ত না হওয়া উচিত বলে মনে করেন পোপ ফ্রান্সিস।
ব্রাজিলকে সরিয়ে র্যা ঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র্যা ঙ্কিং প্রকাশ করেছে। আর্জেন্টিনার মতো এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। সেই পারফরম্যান্সের সুবাদে ৬ বছর পর র্যা ঙ্কিংয়ে শীর্ষে উঠল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র্যাবঙ্কিংয়ে।
বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন উইলিয়ামসন!
ওডিই বিশ্বকাপের বছরে আইপিএল খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন কেন উইলিয়ামসন। চোটের গভীরতা এতটাই যে ২০২৩ আইপিএলের মরসুমটাই শেষ হয়ে গিয়েছে কিউয়ি অধিনায়কের। অভিজ্ঞ ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় গুজরাট জায়ান্টস। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসনের হাঁটুর স্ক্যান রিপোর্ট দেখার পর তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার হওয়ার পর সেরে উঠতে সময় লাগবে অনেকগুলো দিন। ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ। ততদিনেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা। অতএব ওডিআই বিশ্বকাপে দলের এক তারকা ব্যাটারের সার্ভিস পাবে না কিউয়ি টিম।
কথা শুনতে হল করিনাকে
সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছে করিনা কাপুরের রেডিয়ো টক শো, ‘হোয়াট উইমেন ওয়ান্ট’। শাশুড়ি শর্মিলা ঠাকুর, স্বামী সইফ আলি খান থেকে শুরু করে বন্ধু রানি মুখার্জী, ননদ সোহা আলি খান-সহ তাঁর বেশ কিছু আত্মীয়স্বজনকে দেখা গিয়েছে এই শো-এ। আর এই নিয়ে দর্শকদের একাংশের মাথাব্য়থার শেষ নেই। এক দর্শক তো ইউটিউব-এর কমেন্টস সেকশনে প্রশ্নই ছুড়ে বসলেন, শুধু পরিবারের লোকজনদেরই কেন তাঁর শো-এ দেখা যায়? অন্য কেউ কি তাঁর শো-এ আসতে রাজি হন না? শুধু তাই-ই নয়, তাঁর হিন্দি নিয়েও কথা শোনাতে ছাড়লেন না আর এক দর্শক। করিনার হিন্দি কেন খারাপ, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি এক ফ্যান।