১/ কমতে পারে বিধায়ক জীবনকৃষ্ণের তিন চতুর্থাংশ বেতন
এক ঝটকায় কমে যেতে পারে সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বেতনের বড় অংশ।বিধানসভায় বিধায়কের বেতন বাবদ প্রতি মাসে ৮২ হাজার টাকাও যেত তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি থাকার কারণে বিধানসভার কোনও কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না তিনি। তাই স্বাভাবিক কারণেই তাঁর বেতনের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।
২/ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কুন্তল
চিঠি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সোমবার তাঁর মামলাটির শুনানি রয়েছে শীর্ষ আদালতে। কুন্তলের এই মামলাটি শুনবে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ।
৩/ কোচিতে ভাসবে দেশের প্রথম ‘ওয়াটার-মেট্রো’
দেশে এই প্রথম জলপথে মেট্রো চলাচল করবে, কেরলের ছোট্ট শহর কোচিতে শুরু হতে চলেছে দেশের প্রথম ‘ওয়াটার-মেট্রো’। ২৫ এপ্রিল, মঙ্গলবার এই নয়া পরিবহণ ব্যবস্থার সূচনার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।কোচি ওয়াটার মেট্রো লিমিটেড (কেডব্লিউএমএল) এবং কোচি মেট্রো রেল লিমিটেড (কেএমআরএল)-এর কর্তারদের মতে, কোচির মতো ছোট শহরের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও নয়া আকর্ষণ হতে পারে এই পরিবহণ ব্যবস্থা।
৪/ বিজেপি দফতরে মোদীর নামে হুমকি চিঠি দিয়ে গ্রেফতার কেরলের বাসিন্দা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানববোমায় উড়িয়ে দেওয়া হবে, এই মর্মে হুমকি চিঠি পৌঁছেছিল কেরল বিজেপির সদর দফতরে। সেই ঘটনায় জড়িত সন্দেহে এ বার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মালয়ালম ভাষায় হুমকি চিঠিটি লিখেছিলেন ওই ব্যক্তিই। সূত্রে খবর, রবিবার সকালে কোচি পুলিশ কমিশনারেট জেভিয়ার নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
৫/ এই ঈদে খুশির হাওয়া, প্রথা ভেঙে এ বার বাড়ির বাইরে মেয়েদের নমাজ
নিউ টাউনের মুসলিম বাসিন্দারা এত দিন ইদের নমাজ পড়তে আশপাশের কোনও গ্রামের মসজিদ বা কলকাতায় যেতে বাধ্য হতেন। নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে এ বার প্রথম তাঁরা নিউ টাউনেই নমাজ পড়ার সুযোগ পেলেন। স্থানীয় মেলার মাঠ বা সার্ভিস রোডে প্রথমে নমাজ পড়ার কথা হলেও শেষে কমিউনিটি হলেই এই সুযোগ মিলল। পুরুষদের পাশাপাশি মেয়েরাও জামাতের অধিকার পাওয়ায় খুশি । নমাজ শেষে সিমুই, শরবতে হালকা মিষ্টিমুখের আনন্দে মুসলিম, অমুসলিম কেউই বাদ পড়লেন না।
৬/ ধনতেরসের যুগেও অমলিন বাঙালির অক্ষয় তৃতীয়া
নতুন বঙ্গাব্দের ক্যালেন্ডার বলছে, শুভ দিনটি আজ, রবিবার। সূর্যোদয়ের সময় ধরলে রবিবারই অক্ষয় তৃতীয়া পড়ছে। তবে, শনিবার তিথির সূচনা হওয়ায় বাঙালির উদ্যাপন শুরু হয়ে গেল।উল্লেখ্য, শ্রীক্ষেত্রে জগন্নাথদেবের রথ নির্মাণের কাজও রবিবারই শুরু হচ্ছে।অক্ষয় তৃতীয়া আবার জগন্নাথদেবের চন্দনযাত্রা বা সরোবরে অবগাহন করে শীতল হওয়ারও দিন। বাঙালি ধনতেরসে মেতে উঠলেও যে অক্ষয়তৃতীয়ার আবেগ যে এখন সজীব তা বোঝা গেল বাঙালির রীতি নীতি তে।
৭/ ১৯৪২ সালে সমুদ্রে ডুবে যায় এসএস মন্টেভিডিয়ো মারু-র খোঁজ মিলল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ জন অস্ট্রেলীয় সেনা নিয়ে যাওয়ার সময় সমুদ্রে ডুবে গিয়েছিল জাপানের একটি জাহাজ। তার পর বহু বছর কেটে গিয়েছে, সেই জাহাজের কোনও হদিস পাওয়া যায়নি এত বছরে। সম্প্রতি দক্ষিণ চিন সাগরের লুজ়ন দ্বীপের উত্তর-পশ্চিমে সেই জাহাজের সন্ধান পেয়েছেন এক দল বিজ্ঞানী।অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস শনিবার ঘোষণা করেন যে, এসএস মন্টেভিডিয়ো মারু নামে ওই জাহাজের খোঁজ মিলেছে গভীর সমুদ্রে। ১৯৪২ সালে ফিলিপিন্সের কাছে সমুদ্রে ডুবে গিয়েছিল জাহাজটি। ওই জাহাজে করে যুদ্ধবন্দিদের নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান গবেষকদের।
৮/ আবার যন্তর মন্তরে কুস্তিগিররা, চলছে ধর্ণা
প্রায় তিন মাস পর আবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসলেন দেশের নামী কুস্তিগিররা। জাতীয় কুস্তির সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহকে গ্রেফতারের দাবিতে রবিবার আবার ধর্না শুরু করেছেন তাঁরা। পাশাপাশি দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা। দাবি, মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন করা হলেও তাঁদের অভিযোগের ভিত্তিতে কোনও এফআইআর দায়ের করা হচ্ছে না।
৯/ এমবাপের সঙ্গে এক দলে আর নয়!পিএসজি থেকে বিদায় নিতে পারে মেসির
লিয়োনেল মেসির চুক্তির সময় বাড়ানো নিয়ে আর বিশেষ ভাবছে না প্যারিস সঁ জরমঁ। এই মরসুম শেষ হলেই হয়তো মেসিকে ছেড়ে দেবে তারা। মেসি বিশ্বকাপ জেতার পর থেকেই তাঁর চুক্তির সময় বাড়ানোর পরিকল্পনা ছিল পিএসজি-র। কিন্তু আপাতত তা হচ্ছে না। মেসির চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাই করছে না পিএসজি।
১০/ পূর্বসূরীর পথ ধরে কী অভিনয়ে আসছেন অরিজিৎ!
দেশ-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী। গান গেয়ে লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করেছেন বাংলার অরিজিৎ সিং, তবে নিজেকে সরল সাদাসিদে রাখতেই পছন্দ করেন গায়ক। গান তো রয়েছেই, তবে পুরোদস্তুর অভিনয়েও কি কখনও দেখা যাবে তাঁকে? তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন অনুরাগীরা।এক সাক্ষাৎকারে অরিজিতের সাফ জবাব ছিল, “আমি অভিনেতা নই, অভিনয় জানি না একেবারেই। অভিনয় করাতে হলে শিখিয়ে নিতে হবে আমায়। এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।” তবে কী অভিনয়ে আসতে আগ্রহী গায়ক।