Country

4 months ago

Indian Railways:বিইই-এর ‘শূন্য লেবেল’ লাভ এনএফ রেলের ছয়টি রেলওয়ে ভবনের

Indian Railways
Indian Railways

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শূন্য কার্বন নির্গত অর্জন করার প্রতিশ্রুতির অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ছয়টি গুরুত্বপূর্ণ ভবনকে নেট জিরো অ্যানার্জি বিল্ডিং হিসেবে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনের জন্য মর্যাদাপূর্ণ ‘শূন্য লেবেল’ দ্বারা সম্মানিত করা হয়েছ। ভারত সরকারের শক্তিমন্ত্রকের অন্তর্গত ব্যুরো অব অ্যানার্জি এফিশিয়েন্সি (বিইই)-র পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয়েছে।

আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি এই উল্লেখযোগ্য স্বীকৃতি লাভ করা ভবনগুলি যথাক্রমে নিউ বঙাইগাঁওয়ের রেলওয়ে ওয়ার্কশপ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সুপারভাইজর্স ট্রেনিং সেন্টার এবং সুপারভাইজর্স ট্রেনিং সেন্টার ইঞ্জিনিয়ার্স হস্টেল।

অন্যদিকে, ২০ জুন গুয়াহাটির পাণ্ডুতে অবস্থিত জেনারেল স্টোর ডিপো, রঙিয়ার রানিংরুম, এবং কাটিহারের রানিং রুমকে পুরস্কৃত করা হয়ছে। কার্যকর তারিখ থেকে তিন বছরের জন্য নিউ বঙাইগাঁওয়ের রেলওয়ে ওয়ার্কশপ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংকে ‘শূন্যপ্লাস’ দ্বারা এবং অন্যান্য ভবনগুলিকে ‘শূন্য’ দ্বারা পুরস্কৃত করা হয়েছে।

নিউ বঙাইগাঁওয়ের রেলওয়ে ওয়ার্কশপ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটির সংযুক্ত লোড ৮১.৬১৫ কিলোওয়াট এবং প্রতিবছর ২২৭৮৬৯ কিলোওয়াট ঘণ্টা বার্ষিক শক্তি উৎপাদন হয়। নিউ বঙাইগাঁওয়ের সুপারভাইজার্স ট্রেনিং সেন্টারটির সংযুক্ত লোড ১৩২.৬ কিলোওয়াট এবং প্রতিবছর ৩০২৩৩ কিলোওয়াট ঘণ্টা বার্ষিক শক্তি ব্যবহার হয়। একইভাবে, নিউ বঙাইগাঁওয়ের সুপারভাইজর্স ট্রেনিং সেন্টার ইঞ্জিনিয়ার্স হস্টেল, গুয়াহাটির পাণ্ডুতে অবস্থিত জেনারেল স্টোর ডিপো, রঙিয়ার রানিংরুম এবং কাটিহারের রানিংরুমের সংযুক্ত লোড যথাক্রমে ৩৯.৯ কিলোওয়াট, ১৫০ কেভিএ, ৫৬ কিলোওয়াট এবং ৬০ কিলোওয়াট, প্রতিবছর যথাক্রমে ১১৬৩৫.২৫ কিলোওয়াট ঘণ্টায়, ১৬৩০০ কিলোওয়াট ঘণ্টা, ১৪২৭০ কিলোওয়াট ঘণ্টা এবং ১০০১২৬ কিলোওয়াট ঘণ্টা বার্ষিক শক্তি ব্যয় করে।

প্রেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, ভারতীয় রেলওয়ে ২০৩০-এর মধ্যে নেটশূন্য-কার্বন নির্গমন অভিযানের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েও নিজেদের অধিক্ষেত্রের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ভবন যেন আরও ‘শূন্যলে বেল’ শংসাপত্র লাভ করতে পারে তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে আসছে।

You might also like!