Country

21 hours ago

OBC Verified: যাচাই করা হচ্ছে কারা ওবিসি!সুপ্রিম কোর্টের কাছে ৩ মাস সময় চাইল রাজ্য

Supreme Court of India
Supreme Court of India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : নতুন করে ওবিসি সমীক্ষা (OBC Certificate) করা হবে বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) জানিয়ে দিল রাজ্য সরকার (West Bengal Government)। কারা ওবিসি, সে সব খতিয়ে দেখতে এবং অন্তর্ভুক্তির জন্য তিন মাস সময় লাগবে বলেও জানানো হয়েছে।বিচারপতি বি আর গবই বলেন, “একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম।” সুপ্রিম কোর্টের নির্দেশ, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত আরও জানিয়েছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে।

রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। গত ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও।মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস সময় চাওয়া হয় শীর্ষ আদালতে। সিবলের আর্জি শুনে বিচারপতি বি আর গবই জানতে চান, রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না। তাতে রাজ্যের আইনজীবী জানান, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়। কারণ, অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এর পরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গবই। শীর্ষ আদালত জানিয়ে দেয়, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।

You might also like!