Country

2 months ago

Indian Navy : শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর, নেভিতে অন্তর্ভুক্ত স্বদেশী সাবমেরিন ভাগির

Vagir commissioned into the IndianNavy

 

মুম্বই, ২৩ জানুয়ারি : আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। সোমবার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে স্বদেশী সাবমেরিন "ভাগির"। এদিন সকালে মুম্বইয়ে নৌবাহিনীর ডকইয়ার্ড-এ নৌবাহিনী প্রধান আর হরি কুমারের উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে "ভাগির"। প্রোজেক্ট ৭৫ কালভারি ক্লাসের পঞ্চম সাবমেরিন হল "ভাগির"।

২০২০ সালের নভেম্বরেই সম্পন্ন হয়েছিল ''ভাগির'' সাবমেরিন তৈরির কাজ। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ট্রায়ালও হয়েছে ওই সাবমেরিনের। সে সবের ফল সন্তোষজনক হওয়ায় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে এই সাবমেরিন। এদিন নৌবাহিনী প্রধান আর হরি কুমার বলেছেন, "২৪ মাসের ব্যবধানে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা তৃতীয় সাবমেরিন হল ভাগির। এটি আমাদের শিপইয়ার্ডের দক্ষতারও একটি উজ্জ্বল প্রমাণ।"

You might also like!