Country

4 months ago

Uttar Pradesh:ড্রোনের সাহায্যে চলছে তীক্ষ্ণ নজরদারি, বাহরাইচে এখনও ধরা গেল দুই নেকড়েকে

Two wolves were still caught in Bahraich, despite intensive surveillance by drones
Two wolves were still caught in Bahraich, despite intensive surveillance by drones

 

বাহরাইচ, ৩১ আগস্ট : ড্রোনের সাহায্য চলছে তীক্ষ্ণ নজরদারি, অথচ এখনও উত্তর প্রদেশের বাহরাইচে ধরা গেল দুই নেকড়েকে। তরাই অঞ্চলে এখনও দাপিয়ে বেড়াচ্ছে মানুষখেকো ওই দুই নেকড়ে। দুই নেকড়েকে পাকড়াও করতে শনিবার সকালেও বন দফতরের অভিযান জারি রয়েছে। বন দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত ৪টি নেকড়ে ধরা পড়েছে। দু'টি নেকড়ে এখনও বাকি আছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

বন দফতর সূত্রের খবর, গত দেড় মাসে নেকড়ের শিকার হয়েছে ছ’টি শিশু-সহ ৮ জন। জখম ২২ জন। বহরাইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত ঘটছে নেকড়ের হানার ঘটনা। নেকড়ের আতঙ্কে রীতিমতো তটস্থ সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলির বাসিন্দারা। অবশেষে ৪টি নেকড়ে ধরা পড়েছে, বাকি রয়েছে আরও দু'টি।

You might also like!