শিলিগুড়ি, ১৩ জুন : চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েক। তাঁর সঙ্গে এসএসকেএমের নিওনেটলজি বিভাগের অধ্যাপক ডাঃ বিজন সাহা রয়েছেন। মেডিকেলে এসে কলেজ অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা, হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক সহ অন্যান্য আধিকারিক এবং অধ্যাপক চিকিৎসকদের নিয়ে তাঁরা বৈঠক করেন। তার পরেই প্রসূতি বিভাগ, লেবার রুম, এসএনসিইউ এবং ক্যানসার বিভাগ ঘুরে দেখেন।
পরে ডাঃ কৌস্তভ নায়েক বলেন, ‘এখানকার চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে এসেছি। সবাইকে নিয়ে বৈঠকও করছি। সমস্তটা দেখে গিয়ে রিপোর্ট তৈরি করব। তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘ রাজ্যে বার্ড ফ্লুতে একজন আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলেন, ‘একটি মেয়ে আক্রান্ত হয়েছিল। মেয়েটি অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। সে বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। আমরা ওই মেয়েটির বাড়ির এলাকায় একটি বিশেষ তদন্তকারী দল পাঠিয়েছি। মানুষ থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়ায়। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।‘