নয়াদিল্লি, ২১ আগস্ট : উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২৩ আগস্ট গুজরাটের আহমেদাবাদ এবং গান্ধীনগর সফরে যাচ্ছেন। উপরাষ্ট্রপতির দফতর থেকে বুধবার জানানো হয়েছে, তাঁর এই একদিনের সফরে উপরাষ্ট্রপতি গান্ধীনগরে ন্যাশনাল ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে বক্তব্য রাখবেন। পাশাপাশি আহমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।