Country

4 months ago

Weather Update:দুর্যোগের বৃষ্টি চলছেই, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের ভ্রুকুটি

The disaster rains continue, till September 16 in different states of the country
The disaster rains continue, till September 16 in different states of the country

 

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির দুর্যোগ চলছেই, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (অইএমডি)। আইএমডি জানিয়েছে, ১২ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে ওই দিন।

১৩ তারিখও উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টি হবে। ওই দিন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে। এরপর ১৪ তারিখ মধ্যপ্রদেশ ও অসম এবং মেঘালয়ের জন্য সতর্কতা থাকছে। ১৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, অসম, মেঘালয়, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। আইএমডি আরও জানিয়েছে, ১৬ সেপ্টেম্বরও মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।


You might also like!