Country

10 months ago

Blast in Madhya Pradesh: ভয়াবহ বিস্ফোরণ মধ্যপ্রদেশের বাজি কারখানায়! ঘটনায় মৃত ১১

Terrible explosion in Madhya Pradesh betting factory!
Terrible explosion in Madhya Pradesh betting factory!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্য প্রদেশের হরদা জেলার বৈরাগঢ় গ্রাম কেঁপে উঠল বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে। এই ঘটনায় অন্তত ১১ জনের মত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎ বিস্ফোরণটি হয়। পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছে তাঁরা। বিকট আওয়াজে আশাপাশের মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসে। দেখে পুরো কারখানা দাউ দাউ করে জ্বলতে। এই সময় কারখানা থেকে চিৎকার শোনা গিয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। ঘটনার সময় বাজি কারখানায় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন বলে দাবি করা হয়েছে।

You might also like!