নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালে দিল্লিতে তাপমাত্রার পারদ নামল ৭.০ ডিগ্রিতে। প্রবল ঠান্ডার মধ্যেই কুয়াশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে ভোরের দিকে। কুয়াশার কারণে দৃশ্যমানতাও কমে যাচ্ছে।
জমজমাট ঠান্ডার মধ্যেই দিল্লিতে মঙ্গলেও বাতাসের গুণগতমান ছিল খারাপ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এদিন সকালে বাতাসের গুণগতমান ছিল খুব খারাপ পর্যায়ে।