Country

1 year ago

The Supreme Court of India : দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমে নতুন পেনশনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে

Supreme Court orders stay on new pension in
Supreme Court orders stay on new pension in

 

নয়াদিল্লি, ৮ ডিসেম্বরঃ দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত ২০১ জন কর্মচারীকে ২০০২-এর পেনশন প্রকল্পের আওতায় পেনশন দেওয়ার দায় থেকে আপাতত অব্যাহতি পেল রাজ্য সরকার। এই পেনশন দিতে হবে বলে কলকাতা হাই কোর্ট আগে নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করল।

পরিবহণ নিগমের হয়ে আইনজীবী সুনন্দ রাহা আজ শীর্ষ আদালতে যুক্তি দিয়েছেন, ২০০২-এর আগে সংস্থা ও কর্মীদের টাকায় পেনশন তহবিল চালু ছিল। পেনশন প্রকল্প চালুর পরে তাতে নাম লেখানোর জন্য ৬ মাস সময় দেওয়া ছিল। কিন্তু ১৩ বছর পরে অনেকে নতুন পেনশন প্রকল্পে নাম লেখানোর দাবি তুলেছেন। ২০০২-এর আগে অবসর নেওয়া কর্মীরাও রয়েছেন এই তালিকায়। এত দিন তাঁরা পুরনো পেনশন তহবিল থেকে টাকা পেয়েছেন। এখন সুদ কমে যাওয়ায় নতুন পেনশন প্রকল্প চাইছেন। কলকাতা হাই কোর্ট গত জুন মাসে তাতে সায় দেয়। ফলে আরও শ’তিন মানুষও একই দাবি তুলেছেন। সেই দাবি মানতে হলে রাজ্য সরকারের ঘাড়ে কয়েক কোটি টাকার বোঝা চাপবে।


You might also like!