Country

1 year ago

Kumarswami's Son met Yedurappa: ইয়েদুরাপ্পা সকাশে কুমারস্বামীর ছেলে, সাক্ষাতের পর নিখিল বললেন আশীর্বাদ নিতে এসেছি

Nikhil Kumarswami (Collected)
Nikhil Kumarswami (Collected)

 

বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর : কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী। রবিবার সকালে বেঙ্গালুরুতে ইয়েদুরাপ্পার সঙ্গে সাক্ষাৎ করেছেন এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল। সাক্ষাতের পর নিখিল বলেছেন, আমি ইয়েদুরাপ্পাজির আশীর্বাদ নিতে এসেছি।

নিখিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমরা সবাই জানি, জেডিএস এবং বিজেপি এখন এনডিএ জোটের একটি অংশ। সেই ভিত্তিতে ইয়েদুরাপ্পা কর্ণাটকের অন্যতম শীর্ষ নেতা। তাই আমি এখানে ব্যক্তিগতভাবে তাঁর আশীর্বাদ নিতে এসেছি। আমরা সবাই জানি যে তারা খুব ভালো বন্ধন ভাগ করে নেয়।"

You might also like!