Country

1 year ago

S Jayshankar: ২৬/১১ হামলার পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে : এস জয়শঙ্কর

Dr S Jaishankar
Dr S Jaishankar

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : ছোট্ট টুইট, আর তাতে লিখলেন ‘২৬/১১ হামলার পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত''। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তি এ ভাবেই স্মরণ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুঝিয়ে দিলেন, ২৬/১১ সন্ত্রাসের স্মৃতি এখনও অক্ষত রয়েছে প্রতিটি ভারতবাসীর মনে। দেখতে দেখতে ১৪ বছর অতিক্রান্ত হয়ে গেল। কিন্তু, ক্ষত এখনও শুকোয়নি। ২৬/১১-র সেই স্মৃতি এখনও তাজা সকলের মনে।

২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই রাত কেড়ে নিয়েছিল ১৬৬ জনের প্রাণ। পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বই হামলায় শহিদদের এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটে জয়শঙ্কর লিখেছেন, সন্ত্রাস মানবতাকে ঝুঁকির মুখে ফেলে। ২৬/১১-তে গোটা বিশ্ব ভারতের পাশে থেকে নিহতদের স্মরণ করছে। যারা এই হামলার পরিকল্পনা করেছিল এবং তদারকি করেছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। 

You might also like!