Country

4 months ago

Rain forecast : হিমাচল-সহ পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলে লাল সতর্কতা

Rain forecast (symbolic picture)
Rain forecast (symbolic picture)

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : দেশের সমস্ত রাজ্যেই আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাত হবে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় লাল সতর্কতা জারি রয়েছে। এছাড়াও সিকিম, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত হবে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী বিহার ও উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত চলবে। গোয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!