নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষ্যে বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, দিব্যাঙ্গজনকে বাধামুক্ত পরিবেশ প্রদান করা সমাজের অগ্রাধিকার হওয়া উচিত।
রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, আজকের পুরস্কার বিজয়ীরা সমাজের সামনে রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। এগুলো অনুকরণ করে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের দিকে এগিয়ে যেতে পারে। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, বিশেষভাবে সক্ষমদের মধ্যে উদ্যোক্তাদের প্রচার, তাঁদের দক্ষতা বিকাশ, কর্মসংস্থান প্রদান, তাঁদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা এবং বিপণনের সুবিধা প্রদান তাঁদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করবে।