নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : ডঃ রাজেন্দ্র প্রসাদের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধানিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদকে রবিবার তাঁর ১৩৯-তম জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গোটা দেশের মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ডঃ রাজেন্দ্র প্রসাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। মোদী এক্স-এ পোস্ট করে লেখেন, “ডাঃ রাজেন্দ্র প্রসাদের গভীর বুদ্ধিমত্তা এবং আমাদের ইতিহাসের সংকটময় মুহূর্তে তাঁর অটল নেতৃত্ব অত্যন্ত গর্বের বিষয়। গণতন্ত্র ও ঐক্যের বিজেতা হিসেবে তাঁর প্রচেষ্টা প্রজন্মান্তরে প্রতিধ্বনিত হবে। প্রতিটি প্রজন্ম তাঁকে মনে রাখবে, জন্ম বার্ষিকীতে তাঁকে জানাই শত শত প্রণাম”। এছাড়া ভারতীয় জনতা পার্টিও প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের স্পিকার, 'ভারতরত্ন' ডঃ রাজেন্দ্র প্রসাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানায়।