Country

1 year ago

Narendra Modi: জি-২০-এর চেয়ারম্যান পদ পাওয়া ভারতের জন্য গর্বের বিষয়, মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi speech today in Maan ki Baat
PM Modi speech today in Maan ki Baat

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : জি-২০-এর চেয়ারম্যান পদ পাওয়া ভারতের জন্য গর্বের বিষয় বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ৯৫তম সংস্করণে জি-২০-এর সভাপতিত্ব পাওয়ার বিষয় উল্লেখ করেন। স্বাধীনতার অমৃতে ভারত বড় দায়িত্ব পেয়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা মন কি বাত এর ১০০তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের জনগণের সঙ্গে যোগাযোগ আমার জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ জি-২০র সঙ্গে নিজেদের যুক্ত করছে। তেলেঙ্গানার রাজন্না সিরসিলা জেলার একজন তাঁতি ইয়েলধি হরিপ্রসাদ গারু, নিজের হাতে জি-২০ লোগোটি বুনিয়ে আমাকে পাঠিয়েছেন। এই অসাধারন উপহার দেখে আমি অবাক হলাম। হরিপ্রসাদের শিল্পকলায় এমন পারদর্শিতা রয়েছে যে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, হরিপ্রসাদ এই প্রতীকের সঙ্গে আমাকে একটি চিঠিও পাঠিয়েছেন। এতে তিনি লিখেছেন যে আগামী বছর জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের এই অর্জনের খুশিতে তিনি নিজ হাতে তৈরি করেছেন জি-২০-র এই প্রতীক।

You might also like!