Country

6 months ago

Pema khandu: তৃতীয় বারের মত অরুণাচলে মুখ্যমন্ত্রী হলেন পেমা খানডু!

Pema Khandu (File Picture)
Pema Khandu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেমা খানডু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৬০ সদস্যের বিধানসভায় ৪৬টি আসনে জয়ী হওয়ার পর টানা তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় দর্জি খানডু কনভেনশন হলে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডা।

এদিকে এনডিএ সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার G7 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যাবেন তিনি। এই সম্মেলনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইউক্রেন-গাজায় চলমান যুদ্ধ। ভারত এই সম্মেলনে দ্বন্দ্ব, অর্থনীতি এবং গ্লোবাল সাউথের সমস্যাগুলির পরিণতি তুলে ধরবে।

You might also like!