Country

5 hours ago

Maan Ki Baat: স্পেস অথবা এআই সেক্টরে তরুণদের অংশগ্রহণ নতুন বিপ্লব এনে দিয়েছে , প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : মন কি বাত অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "সম্প্রতি একটি বড় এআই সম্মেলনে অংশ নিতে আমি প্যারিসে গিয়েছিলাম। সেখানে বিশ্ব এই সেক্টরে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। সম্প্রতি, তেলেঙ্গানার আদিলাবাদের একজন সরকারি স্কুল শিক্ষক থোদাসাম কৈলাশ আমাদের আদিবাসী ভাষা সংরক্ষণে সাহায্য করেছেন। এআই টুল ব্যবহার করে তিনি কোলামি ভাষায় একটি গান রচনা করেন। স্পেস সেক্টর হোক অথবা এআই, আমাদের তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি নতুন বিপ্লব এনে দিয়েছে।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "গত মাসেই ইসরো-এর ১০০ তম রকেট উৎক্ষেপণের সাক্ষী ছিল দেশ। সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশ ফ্লাইটে আমাদের কৃতিত্বের তালিকা দীর্ঘতর হচ্ছে। লঞ্চ ভেহিকল তৈরি করা হোক অথবা চন্দ্রযান, মঙ্গলযান এবং আদিত্য এল-১-এর সাফল্য কিংবা মহাকাশে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণের অভূতপূর্ব মিশন পরিচালনা করা হোক।"


You might also like!