Country

1 year ago

Paresh Dhanni : মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক

Paresh dhanni vote with cylinder
Paresh dhanni vote with cylinder

 

আমরেলি, ১ ডিসেম্বর : মূল্যবৃদ্ধির প্রতিবাদে গুজরাটে ভোটগ্রহণ চলাকালীন সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধেই ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক পরেশ ধনানী। বৃহস্পতিবার সকালে গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার বেঁধে বুথে যান আমরেলি কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী পরেশ ধনানী। নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশ জুড়ে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁর এই উদ্যোগ।

ভোট দেওয়ার পরে বুথের বাইরে বেরিয়ে গুজরাট বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পরেশ বলেন, ‘‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাটে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বাড়ছে। গ্যাস ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষার লাগামছাড়া বেসরকারিকরণ হয়েছে। এ বার ক্ষমতার পরিবর্তন হবে। কংগ্রেস আসবে।’’

You might also like!