Country

4 months ago

Second Tata City:শুধু জামশেদপুর নয়, এবার দ্বিতীয় টাটা নগরী গড়তে চলেছেন রতন টাটা!

Second Tata City
Second Tata City

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মস্থল সহ অত্যাধুনিক নগরী বেষ্টিত জামশেদজি টাটা তৈরি করেছিলেন ঝাড়খণ্ডের জামশেদপুর শহর। এবার সেই শহরে আরও আধুনিক শহর গড়তে চলেছেন রতন টাটা।এই শহরটি হতে চলেছে দ্বিতীয় টাটা নগরী। 

রতন টাটা জনপ্রিয়তা অর্জন করেছেন শিল্পপতির থেকেও বেশি জনদরদী একজন মানুষ হিসাবে। যাকে বিভিন্ন সময় দেশের উপকারের জন্য বিভিন্ন কাজে হাত বাড়াতে দেখা যায়। রতন টাটাকে নিয়ে যখন দেশের মানুষদের মধ্যে দিন দিন আশা প্রত্যাশা বাড়ছে, সেই সময় জোর জল্পনা শুরু হয়েছে, রতন টাটা নাকি একটি দ্বিতীয় টাটা নগরী তৈরি করতে চলেছেন। 

সূত্রের খবর, রতন টাটা নতুন যে শহরটি তৈরি করতে চলেছেন সেটি তামিলনাড়ুতে তৈরি হবে বলে শোনা যাচ্ছে। তামিলনাড়ুর হসুরের কাছে থিমজেপল্লী নামে যে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে ২০২০ সালে টাটা ইলেকট্রনিক্স একটি প্ল্যান্ট তৈরি করেছিল। যে কারখানায় অন্ততপক্ষে ২০ হাজার কর্মী কাজ করেন। এই কারখানায় মূলত আইফোন তৈরি করার কাজ শুরু করা হয়। সেখানেই তামিলনাড়ু সরকারের সাহায্যে কর্মীদের থাকার জন্য বাড়ি তৈরি করা হবে। সেখানেই তৈরি হবে নতুন শহর। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য টাটা গোষ্ঠীর তরফ থেকে ৫০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখানে ১৪ টি ব্লকে ৩০০০ ফ্ল্যাট তৈরি হবে বলেই সূত্রের খবর। 

You might also like!