নয়াদিল্লি : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর্স থেকে ইস্তফা দিলেন ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সোমবার বোর্ড অফ ডিরেক্টর্স থেকে সরে গিয়ে মুকেশ ও নীতা তাঁদের ছেলেমেয়ে ইশা, আকাশ এবং অনন্তকে নন এক্সিকিউটিভ ডিরেক্টর করে দিলেন।
কোম্পানির তরফে এদিন এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আরআইএলের বোর্ড অফ ডিরেক্টর্সের আজকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার বিভিন্ন কমিটি ও শেয়ার হোল্ডারদের অনুমোদনক্রমে ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানিকে কোম্পানির নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ করা হল। ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেও আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন থেকে যাচ্ছেন। সেই সূত্রে কোম্পানির বোর্ড মিটিংয়ে তিনি স্থায়ী আমন্ত্রিত হিসেবে থাকবেন এবং পরামর্শ ও সুপারিশ করার ক্ষমতাও থাকছে।
এদিন বোর্ড অফ ডিরেক্টর্স নীতার ইস্তফা গ্রহণ করে বিবৃতিতে বলেছে, কোম্পানিতে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। কোম্পানির বৃদ্ধিতে তাঁর যুক্তি ও পরামর্শ-বুদ্ধিমত্তা লাভবান হয়েছে। এছাড়াও আরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বোর্ড।
উল্লেখ্য, ইশা, আকাশ এবং অনন্ত আরআইএল রিটেল, ডিজিটাল সার্ভিসেস, বিদ্যুৎ এবং পোশাক ব্যবসা দেখভাল করছেন গত কয়েক বছর ধরে।