Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Country

11 months ago

ED: শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশি

Raj Kundra & Shilpa Shetty
Raj Kundra & Shilpa Shetty

 

মুম্বই, ২৯ নভেম্বর : পর্নোগ্রাফি কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পপতি রাজ কুন্দ্রার। সেই মামলায় দু’মাস জেলও খাটেন তিনি। এবার আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির নজরে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ। শুক্রবার মুম্বইতে রাজের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তাঁর সহযোগীদের বাড়ি ও অফিসেও ইডি তল্লাশি চালিয়েছে বলে সূত্রের খবর।

পর্নোগ্রাফি কাণ্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে আর্থিক কেলেঙ্কারির মামলাটি। ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি কাণ্ডে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। দু’মাস জেলেও ছিলেন তিনি। তারপর ওই বছরেই সেপ্টেম্বর মাসে জামিন পান শিল্পার স্বামী। পর্নোগ্রাফি কাণ্ডে রাজ কুন্দ্রাকে মূলচক্রী হিসেবে চিহ্নিত করে মুম্বই পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে একটি বিশেষ অ্যাপ তথা ওটিটি প্ল্যাটফর্মের সন্ধান পায় তদন্তকারীরা। তদন্তে জানা যায়, ওই অ্যাপে তথা ওটিটি প্ল্যাটফর্মটির মালিক ছিলেন রাজ। যাতে পর্নোগ্রাফি ভিডিও দেখানো হতো। অভিযোগ, রাজ নিজে এই ধরনের ছবি তৈরি করতেন। পরে সেটা বিক্রি করতেনও। শুধুই এই পর্নোগ্রাফি কাণ্ড নয়, বিটকয়েন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে শিল্পার স্বামীর।

You might also like!