Country

1 week ago

Mallikarjun Kharge: ভুল করেই এনডিএ সরকার গঠন হয়েছে, মোদীজি জনাদেশ পাননি : খাড়গে

NDA government was formed by mistake, Modi ji did not get mandate: Kharge
NDA government was formed by mistake, Modi ji did not get mandate: Kharge

 

বেঙ্গালুরু, ১৪ জুন: কেন্দ্রে এনডিএ সরকার গঠন নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ভুল করেই এনডিএ সরকার গঠন হয়েছে, মোদীজি জনাদেশ পাননি। শুক্রবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এটি একটি সংখ্যালঘু সরকার। যে কোনও সময় এই সরকারের পতন হতে পারে।

খাড়গে আরও বলেছেন, আমরা চাই সরকার টিকে থাকুক, দেশের মঙ্গল হোক, দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর চান না কোনও কিছু ভালোভাবে চলুক। তবে আমরা দেশকে শক্তিশালী করতে সহযোগিতা করব।"

You might also like!