Country

7 months ago

Flamingos Died in Mumbai:বিমানের ধাক্কায় মৃত ৩০টির বেশি ফ্লেমিঙ্গো

Flamingos Died in Mumbai
Flamingos Died in Mumbai

 

মুম্বই, ২১ মে  : বিমানের ধাক্কায় মৃত ৩০টিরও বেশি ফ্লেমিঙ্গো পাখি। সোমবার রাতে মুম্বইয়ের ঘাটকোপর এলাকায় এমিরেটস বিমানের ধাক্কায় প্রায় ৩৬টি ফ্লেমিঙ্গোর মৃত্যু হয়। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা লাগার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত বিমানটি মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। দুবাই থেকে আসছিল বিমানটি। এই পাখিগুলি ওই বিমানের ধাক্কায় মারা যায়। এছাড়া আরও বহু পাখি আহত হয়েছে এই ঘটনায়। বনকর্মীরা আক্রান্ত ফ্লেমিঙ্গোর খোঁজে তল্লাশি শুরু করে সেই অঞ্চলে।


You might also like!