বিকানের, ২২ মে : প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশনোক স্টেশন উদ্বোধন করেছেন এবং বিকানের-মুম্বই এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এছাড়াও ২৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারতের ১৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় ১,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ১০৩টি পুনর্নির্মিত অমৃত স্টেশন উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদীয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আঞ্চলিক স্থাপত্য প্রতিফলিত করে এবং যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ১,৩০০টিরও বেশি স্টেশন আধুনিক সুযোগ-সুবিধা সহ পুনর্নির্মাণ করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুরু-সাদুলপুর রেল লাইনের (৫৮ কিমি) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং সুরতগড়-ফালোদি (৩৩৬ কিমি); ফুলেরা-দেগানা (১০৯ কিমি); উদয়পুর-হিম্মতনগর (২১০ কিমি); ফালোদি-জয়সলমীর (১৫৭ কিমি) এবং সামদারি-বারমের (১২৯ কিমি) রেল লাইন দেশের উদ্দেশে উৎসর্গ করেছেন।