Country

1 year ago

Mamata Banerjee : মমতার পুজো দেওয়ার কথা, তার মধ্যেই পুরীর জগন্নাথ মন্দির বন্ধের ঘোষণা

Mamata Banerjee
Mamata Banerjee

 

পুরী, ২২ মার্চ : বুধবার বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির। এদিকে, এদিনই মন্দিরে পুজো দেওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, এদিন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে মন্দিরের দরজা। ভক্তদের সে সময় প্রবেশ নিষিদ্ধ। মূলত 'বানাকা লাগি' অর্থাৎ বিগ্রহের শৃঙ্গার আচার পালনের জন্যই গর্ভগৃহ বন্ধ করে রাখা হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়ার আগে মন্দির কমিটির দর্শন বন্ধের এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার বিশেষ রীতি পালনের জন্য বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শন বন্ধ থাকবে। চৈত্র মাসের প্রতিপদের দিন এই 'বানাকা লাগি' রীতি পালিত হয় পুরীর মন্দিরে। বুধবার প্রতিপদ পড়ায় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার শৃঙ্গার করা হবে। আর সে কারণেই চার ঘণ্টার জন্য ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে না জগন্নাথধামে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মমতাকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেবায়েতদের একাংশের বিরুদ্ধে। তা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল দেশজুড়ে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কখন ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করতে যান সেটাই এখন দেখার।


You might also like!