Country

4 weeks ago

Mohan Yadav:গুজরাটের "জল সঞ্চয়" কর্মসূচিতে অংশ নেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ১৩ অক্টোবর : রবিবার গুজরাটের সুরাটে "জল সঞ্চয়" কর্মসূচিতে অংশ নেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। সুরাটের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানে সামিল হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং বিহারের উপমুখ্যমন্ত্রীও। জানা গেছে, সুরাটে অনুষ্ঠিত হতে চলা "জল সঞ্চয়" কর্মসূচিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানো নিয়ে আলোচনা হবে।

জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ যাদব ইন্দোর থেকে দুপুর ১.৪৫ এ বিমানে রওনা হয়ে দুপুর আড়াইটে নাগাদ সুরাটে পৌঁছাবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টে ১৫-য় সুরাটের ইনডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিনই সুরাট থেকে সন্ধ্যা ৬.১৫-র বিমানে রওনা হয়ে সন্ধ্যা ৭টায় ইন্দোরে ফিরে যাবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।


You might also like!