Country

2 weeks ago

Rains lash plains: বৃষ্টিতে স্বস্তি পেল কাশ্মীর উপত্যকা; বাড়ল দুর্ভোগও, তুষারধসের সতর্ক জারি

Kashmir valley got relief from rain; Suffering also increased
Kashmir valley got relief from rain; Suffering also increased

 

শ্রীনগর, ১৬ এপ্রিল: বৃষ্টির সৌজন্যে আবারও মনোরম আবহাওয়ার প্রত্যাবর্তন হয়েছে কাশ্মীর উপত্যকায়। রবিবার ও সোমবারের বৃষ্টির সুবাদে নেমেছে তাপমাত্রার পারদ, একইসঙ্গে বেড়েছে দুর্ভোগ এবং ভোগান্তিও। অনেক নীচু এলাকায় জল জমে গিয়েছে, বৃষ্টির পাশাপাশি কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতও হয়েছে।

আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এমনই বৃষ্টিতে ভিজবে কাশ্মীর উপত্যকার নানা অংশ। তবে, ২০ তারিখের পর ফের বদলাবে আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮-১৯ এপ্রিলের মধ্যে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। এরপর ২০-২৫ এপ্রিলের মধ্যে কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে ১৬ এপ্রিল পর্যন্ত কৃষিকাজ বন্ধ রাখতে বলা হয়েছে কৃষকদের। কাশ্মীরের তুষারধস-প্রবণ জেলায় আবার তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!