দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের সংবিধানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যতটা সম্মান করেন, ততটা অন্য কোনও সরকার করেনি। এই নিয়ে সংসদে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। পাশাপাশিই তিনি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন। তিনি বলেন, ২৫ জুন ১৯৭৫ সালে তৎকালীন সরকার (কংগ্রেস) রাতারাতি সংবিধান হত্যা হয়েছিল। ১ লক্ষ ২৫ হাজার মানুষকে দু' বছরের জন্য জেলবন্দি করা হয়েছিল।
তিনি এও বলেন, আরএসএস-কে তৎকালীন (কংগ্রেস) সরকার দুবার নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আরএসএস এখনও আগের মতোই শক্তিশালী আছে। কারণ এটি একটি দেশপ্রেমী সংগঠন এবং ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে পূর্ণ শক্তির সাথে মা ভারতীর সেবায় নিয়োজিত। দেশের সংবিধান সুরক্ষিত আছে এবং সুরক্ষিতই থাকবে।