Country

1 month ago

Narendra Modi :ঝাড়খণ্ডের একটি বড় শত্রু রয়েছে, আর তা হল পরিবারবাদ : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

গাড়োয়া, ৪ নভেম্বর : ঝাড়খণ্ডের একটি বড় শত্রু রয়েছে, আর তা হল পরিবারবাদ। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়খণ্ডের গাড়োয়ায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জেএমএম-কংগ্রেস-আরজেডি, এই তিন দলই চরম পরিবারবাদী। এই লোকজন চায় ক্ষমতার চাবি কেবল তাদের পরিবারের কাছেই থাকুক।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "স্বাধীনতার পর থেকে কংগ্রেসের রাজনীতির মূল ভিত্তি ছিল- জনসাধারণের কাছে মিথ্যা বলা, জনগণকে প্রতারিত করা। তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রতারিত করছে। সম্প্রতি হরিয়ানা তাদের শিক্ষা দিয়েছে।" প্রধানমন্ত্রীর কথায়, "তাঁরা আপনাদের রুটি ছিনিয়ে নিচ্ছে, তারা আপনাদের মাটিও ছিনিয়ে নিচ্ছে। জেএমএম-কংগ্রেস-আরজেডির এই কৌশল চলতে থাকলে ঝাড়খণ্ডে আদিবাসী সমাজের পরিধি সংকুচিত হবে।"

You might also like!