Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Country

1 year ago

ISRO:শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো

isro
isro

 

শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), ২৬ মার্চ : ব্রিটেনের ওয়ানওয়েব গ্রুপ কোম্পানির সঙ্গে চুক্তির অংশ হিসাবে রবিবার দ্বিতীয় দফায় ৩৬টি উপগ্রহের উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রবিবার সকাল ৯টায় লঞ্চ ভেহিকেল মার্ক-৩ স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়।

এদিন এই মিশনের জন্য ইসরো একটি ৪৩.৫-মিটার লম্বা রকেট মোতায়েন করেছে। ৫,৮০৫ কেজি ওজনের ৩৬টি প্রথম-প্রজন্মের উপগ্রহগুলি প্রায় ৮৭.৪ ডিগ্রি বাঁকিয়ে ৪৫০-কিমি বৃত্তাকার কক্ষপথে প্রবেশ করানো হবে।

সব মিলিয়ে ইসরো নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড ৭২টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটস লিমিটেড (ইউনাইটেড কিংডম, ওয়ানওয়েব গ্রুপ কোম্পানি) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গতবছরের ২৩ অক্টোবর ইসরো ৩৬ টি উপগ্রহের প্রথম ব্যাচ উৎক্ষেপণ করেছিল৷ সহযোগিতার অংশ হিসাবে উপগ্রহগুলি নিম্ন আর্থ অরবিটে চালু করা হয়েছিল৷

যদিও নিউস্পেস হল ইসরোর বাণিজ্যিক শাখা, আর ওয়ানওয়েব হল একটি বিশ্বব্যাপী যোগাযোগ সংস্থা যা সরকার ও ব্যবসা উভয়ের জন্য মহাকাশ-ভিত্তিক নেটওয়ার্কিং এবং সংযোগে কাজ করে। ইসরো এই মিশনকে তার বাণিজ্যিক প্রচেষ্টায় একটি প্রধান ল্যান্ডমার্ক হিসেবে দেখা হয়।


You might also like!