Country

1 year ago

Viswa Hindu Parisad : মন্দিরে চাই বিনামূল্যে বিদ্যুৎ ও জল, হিন্দু দাবিপত্র জারি করেছে বিশ্ব হিন্দু পরিষদ

Vishwa Hindu Parishad
Vishwa Hindu Parishad

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) দিল্লি প্রদেশ শুক্রবার দিল্লিতে হিন্দু স্বার্থ রক্ষার জন্য ঝান্ডেওয়ালা দেবী মন্দিরে নিজেদের হিন্দু দাবিপত্র প্রকাশ করেছে। সাংবাদিকদের উদ্দেশে রাজ্য সভাপতি কপিল খান্না বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল তাদের ইশতেহার জারি করে, কিন্তু তাতে হিন্দু স্বার্থের পরোয়া করা হয় না, সেই কারণেই ভিএইচপি দিল্লিতে হিন্দু দাবিপত্র জারি করছে।

ভিএইচপি-র দাবিগুলির মধ্যে রয়েছে, গরুর জন্য বিশেষ ব্যবস্থা, মন্দিরে বিনামূল্যে বিদ্যুত ও জল, ধর্মীয় স্থানের কাছে মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করা। মসজিদ থেকে লাউড স্পিকার বন্ধ করতে হবে, পাকিস্তানের হিন্দু উদ্বাস্তুদের সরকারী সুযোগ-সুবিধা দিতে হবে, রাস্তার বিক্রেতাদের সরকারি পরিচয়পত্র দিতে হবে।

অন্যদিকে, দিল্লি প্রদেশের মন্ত্রী সুরেন্দ্র গুপ্তা বলেছেন, দিল্লির সমস্ত ভোটারদের কাছে আমাদের অনুরোধ যে কোনও দলের প্রার্থীকে ভোট দেওয়ার আগে তার সঙ্গে পরিষ্কারভাবে কথা বলুন, তিনি তার এলাকায় এই হিন্দু দাবিপত্র বাস্তবায়ন করবেন কি না। এই অনুষ্ঠানে প্রান্তের সহ-মন্ত্রী অশোক গুপ্ত এবং সহ-প্রচার প্রধান সুমিত আলগ উপস্থিত ছিলেন।

You might also like!