মলপ্পুরম, ২১ আগস্ট : বুধবারও কেরলে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কেরলের ৬টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাঠানাম, থিক্কা, ইডুকি, মলপ্পুরম, কোঝিকোঢ়, ওয়ানাড জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানা গেছে, কেরল ও লাক্ষাদ্বীপের তটবর্তী অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে। প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।