Country

11 months ago

MK Stalin : হিন্দি না জানায় বিমানবন্দরে হেনস্থা তামিল মহিলাকে! সরব হলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

MK Stalin (File Picture)
MK Stalin (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোয়া বিমানবন্দরে হিন্দি না জানায় হেনস্থার শিকার হলেন এক তামিল মহিলা। নিরাপত্তাবাহিনীর এক কর্মী তাঁকে পরামর্শ দেন হিন্দি শেখার। এই ঘটনা জানতে পেরে প্রতিবাদ করে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি। বললেন হিন্দি জাতীয় ভাষা নয়। এই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

এই ঘটনায় সোশ্য়াল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এমকে স্ট্যালিন লিখেছেন, 'হিন্দি জাতীয় ভাষা নয়। জাতীয় ভাষা হিসেবে হিন্দিকে বিশ্বাস করতে বাধ্য করার চেষ্টা চলছে। অ-হিন্দিভাষী রাজ্যের যাত্রীদের হিন্দি না জানার জন্য বিমানবন্দরে সিআইএসএফ কর্মীদের দ্বারা হয়রানির ঘটনা, গভীরভাবে উদ্বেগের বিষয়।'

কয়েকদিন আগে শর্মিলা নামে এক তামিল মহিলা গোয়ার ডাবোলিম বিমানবন্দরে গিয়েছিলেন বিমান ধরার জন্য। সেখানে চেকিংয়ের সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ কর্মী হিন্দি ভাষায় তাঁকে একটি ট্রে নেওয়ার কথা বলেন। কিন্তু হিন্দি না জানার জন্য নিরাপত্তাকর্মীর কথা বুঝতে পারেননি তিনি। হিন্দি জানেন না বলে জানিয়েছিলেন শর্মিলা। এর পর ওই সিআইএসএফ কর্মী হিন্দি না জানার জন্য তামিল মহিলাকে অপমান করেন বলে অভিযোগ।

ওই মহিলার আরও জানান, যে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই কর্মী হিন্দি শেখার জন্য পরামর্শ দিয়েছিলেন। কর্মীর মতে, তামিলনাড়ু ভারতের মধ্যে পড়ে। আর তার জন্য দেশের সমস্ত মানুষের হিন্দি শেখা উচিত। এরপর তামিল ওই মহিলা বলেছিলেন যে হিন্দি জাতীয় ভাষা নয়, সরকারি ভাষা। এ ব্যাপারে গুগল সার্চ করার জন্য ওই নিরাপত্তারক্ষী তাঁকে পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেছেন শর্মিলা। 

You might also like!