Country

3 hours ago

Nitish inaugurated 'Agro Bihar-2024': 'এগ্রো বিহার-২০২৪'-এর উদ্বোধন করলেন নীতীশ, চলবে ৪-দিন ধরে

Nitish inaugurated 'Agro Bihar-2024'
Nitish inaugurated 'Agro Bihar-2024'

 

পাটনা, ৩০ নভেম্বর : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার পাটনার গান্ধী ময়দানে ৪-দিন ব্যাপী 'এগ্রো বিহার-২০২৪'-এর উদ্বোধন করেছেন। শনিবার সকালে ৪-দিন ব্যাপী এই কৃষি প্রদর্শনী 'অ্যাগ্রো বিহার-২০২৪'-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন বলেছেন, "২০০৬ সাল থেকে আমরা কৃষি রোড ম্যাপ চালু করে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি করেছি। বিহারে অনেক ধরনের চাষ করা হচ্ছে। আগে কিছুই হতো না, এই ধরনের কৃষি প্রদর্শনী কৃষক ও সাধারণ মানুষের মধ্যে কৃষি সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আয়োজন করা হচ্ছে।নীতীশ কুমার আরও বলেছেন, "কৃষি ও চাষাবাদের কতটা উন্নতি হয়েছে, তা দেখার এবং বোঝার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। অতীতে কৃষিকাজ খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ২০০৬ সালে কৃষি রোডম্যাপ চালু হওয়ার পর থেকে, এই সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কৃষি সম্পর্কিত অনেক বৈঠক হয়েছে এবং ফলস্বরূপ, কৃষকদের জন্য বেশ কয়েকটি নতুন পরিকল্পনা ও সুযোগ উন্মুক্ত হয়েছে।"

You might also like!