Game

5 days ago

Saudi Pro League: সৌদি প্রো লিগ : দামাককে হারাল আল নাস্‌র, আবারও রোনাল্ডোর জোড়া গোল

Ronaldo
Ronaldo

 

রিয়াদ, ৩০ নভেম্বর : সৌদি প্রো লিগে শুক্রবার ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দুই অর্ধে গোল দুটি করেন রোনাল্ডো ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। ৭৯ মিনিটে সতীর্থের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো।পর্তুগিজ তারকার ক্যারিয়ারে গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত সোমবার আল গারাফাকে আল নাস্‌র ৩-১ ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো ।১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে আল নাসর। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।

You might also like!