Country

10 months ago

Haldwani News: হল্দওয়ানির পরিস্থিতি স্বাভাবিক; তুলে নেওয়া হয়েছে কারফিউ, ৩টি এফআইআর রুজু

Haldwani's situation is normal; Curfew has been lifted, 3 FIRs registered
Haldwani's situation is normal; Curfew has been lifted, 3 FIRs registered

 

দেহরাদূন, ১০ ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের হল্দওয়ানির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তুলে নেওয়া হয়েছে কারফিউ। শনিবার সকালে এমনটাই জানালেন এডিজি আইনশৃঙ্খলা এ পি অংশুমান। তিনি বলেছেন, "উচ্ছেদ অভিযানকে ঘিরে হিংসার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৩টি এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং হিংসার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। অনেক পুলিশ কর্মীও আহত হয়েছেন।"

নৈনিতালের এসএসপি পি এন মীনা বলেছেন, "তিনটি মামলা দায়ের হয়েছে এবং তাতে ১৯ জনের নাম রয়েছে। ১৯ জন চিহ্নিত ও ৫ হাজারের বেশি অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযান চলছে। অনেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে ও চিহ্নিত করার কাজ চলছে।" উল্লেখ্য, অবৈধ দখল উচ্ছেদকে ঘিরে বৃহস্পতিবার অশান্ত হয়ে ওঠে হল্দওয়ানির বানভুলপুরা এলাকা

You might also like!