Country

2 weeks ago

Pawan Singh:আসানসোলে প্রার্থী ঘোষণা হতেই গোঁসা পবন সিংয়ের,এক্স হ্যান্ডল থেকে মোদীর ছবি সরালেন,লড়বেন বিহারে

Pawan Singh
Pawan Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকাতেই ছিল বড় চমক। বাংলার প্রার্থী তালিকায় জায়গা পেয়েছিলেন ভোজপুরী তারকা পবন সিং। তাঁকে আসানসোল আসন থেকে দাঁড় করানো হয়েছিল। যদিও পরে তিনি সরে দাঁড়ান। অবশেষে বুধবার সেই আসন থেকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী করা হল সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে। বিজেপির এই প্রার্থী ঘোষণার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল, ভোজপুরী গায়ক পবন সিং তাঁর অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দিলেন।সেই সঙ্গে পবন জানিয়েছেন, লোকসভা ভোটে বিহারের কারাকাট কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি।

এক মাস আগে আসানসোলকে ‘না’ বলা পবন হিন্দিতে এক্সে লিখেছেন, ‘‘মাতা গুরুতারা ভূমেরু। মানে হল, মা এই ভূমির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি মাকে কথা দিয়েছিলাম এ বার নির্বাচনে লড়ব। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিহারের কারাকাট থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। জয় মা দেবী।’’

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কারাকাট আসনটি ছেড়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকমোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহাকে। অন্য দিকে, আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের তরফে সেখানে প্রার্থী দিয়েছে সিপিআইএমএল (লিবারেশন)। এই পরিস্থিতিতে পবন কারাকাটে নির্দল প্রার্থী হিসাবে লড়তে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

গত ২ মার্চ বিজেপির তরফে দিল্লি থেকে আসানসোলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। তার পরেই তার বিরুদ্ধে প্রচারে নেমেছিল তৃণমূল। দলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তী নিজের এক্স হ্যান্ডেলে অভিযোগের সুরে লিখেছেন, ‘‘ভোজপুরিতে প্রকাশিত পবনের বিভিন্ন গান এবং ভিডিয়োতে বাংলার মহিলাদের প্রতি অশালীনতা প্রকাশ পেয়েছে।’’ আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এক্সে পবনের বিতর্কিত গানের ভিডিয়ো পোস্ট করেছিলেন। এর পর দিনই ভোজপুরি সিনেমার ‘পাওয়ার স্টার’ আসানসোলে ভোটে দাঁড়াতে অস্বীকার এক্সে বার্তা দেন। তার সপ্তাহ দেড়েক পরে অন্য একটি এক্স পোস্টে পবন লিখেছিলেন, ‘‘আমি বিহার থেকে ভোটে লড়ব।’’ বুধবার মোদীর ছবি সরিয়ে সে কথা আবার জানালেন তিনি।


You might also like!