Country

1 day ago

Himachal Pradesh: ১০০ বছরে এই নিয়ে তৃতীয়বার, ২০২৪-এ শুষ্কতম নভেম্বরের সাক্ষী হিমাচল

Himachal Pradesh
Himachal Pradesh

 

শিমলা, ৩ ডিসেম্বর : গত ১০০ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার শুষ্কতম নভেম্বরের সাক্ষী হয়েছে হিমাচল প্রদেশ। পাহাড়ি এই রাজ্যে ১২৪ বছরের মধ্যে এই বছরের নভেম্বরের তৃতীয় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। ১৯.৭ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতের পরিবর্তে হিমাচলে মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা নভেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে মাইনাস ৯৯ শতাংশ বিচ্যুতি। লাহৌল ও স্পিতি জেলায় ০.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, বাকি ১১টি জেলা নভেম্বর মাসে সম্পূর্ণ শুষ্ক হয়েই কাটিয়েছে।

২০১৮-২০২০ পর্যন্ত টানা তিন বছর হিমাচলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। তবুও বৃষ্টির ঘাটতি হয়েছে। ২০১৬ সালে নভেম্বর মাসে মোটেও বৃষ্টিপাত হয়নি, গত ১৪ বছরের মধ্যে সেটিই একমাত্র বছর যখন নভেম্বরে এই নভেম্বরের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। যাইহোক, অবশেষে শুষ্ক দিন কাটতে চলেছে হিমাচলে। আগামী ২৪ ঘণ্টায় লাহৌল ও স্পিতি, চাম্বা, কিন্নর, কাংড়া, মান্ডি এবং কুল্লু জেলার উঁচু পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হতে পারে। তারপর ফের সমতল এবং নীচু পাহাড়ে, আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

You might also like!