Game

6 days ago

UEFA: ইউরোপা লিগ: ইউনাইটেডের কষ্টার্জিত জয়

Europa League
Europa League

 

ওল্ড ট্রাফোর্ড, ২৯ নভেম্বর :বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে নরওয়েজীয় ক্লাব বোদো গ্লিমটকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন রুবেন আমোরিমও। জোড়া গোল করে দলের ত্রাতা হইলুন্দ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বল দখলে ইউনাইটেডের আধিপত্য ছিল ৭৩ শতাংশ। ২০টি শট নিয়ে ৬টি গোলমুখে রেখেছিল তারা।

৫ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

You might also like!