kolkata

6 days ago

Mamata Banerjee: ট্যাব কেলেঙ্কারির নিয়ে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকারের : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্যাব জালিয়াতি কান্ডের কিনারায় তৎপর রাজ্য প্রশাসন। উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। এখন থেকেই অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকলে শাস্তির ব্যবস্থা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী  শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে জানান, ট্যাব জালিয়াতি যে কোনও মূল্যে রুখতেই হবে। রাজস্থান, বিহার, মুম্বই ও ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং এর সঙ্গে জড়িত। সাইবার প্রতারণা বিভাগের তরফেও চলছে কড়া নজরদারি। আগামীদিনে প্রাপকের পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে সরকারের আর্থিক সাহায্য বাবদ অর্থ ঢুকলে ভারপ্রাপ্তের শাস্তির প্রতিবিধান রাখা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ১৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। নতুন এক পদ্ধতিতে কাজ হবে। আ্যপ তৈরির কাজ চলছে জোরকদমেই। মুখ্যমন্ত্রী সভাকে আশ্বস্ত করে জানান, পুলিশকে ধন্যবাদ। বেশ কয়েকজন ধৃত। কান টানলে মাথা আসবেই। চলছে তদন্তের কাজ। এসব বরদাস্ত করা হবে না।

You might also like!