Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

kolkata

11 months ago

Mamata Banerjee: ট্যাব কেলেঙ্কারির নিয়ে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকারের : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্যাব জালিয়াতি কান্ডের কিনারায় তৎপর রাজ্য প্রশাসন। উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। এখন থেকেই অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকলে শাস্তির ব্যবস্থা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী  শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে জানান, ট্যাব জালিয়াতি যে কোনও মূল্যে রুখতেই হবে। রাজস্থান, বিহার, মুম্বই ও ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং এর সঙ্গে জড়িত। সাইবার প্রতারণা বিভাগের তরফেও চলছে কড়া নজরদারি। আগামীদিনে প্রাপকের পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে সরকারের আর্থিক সাহায্য বাবদ অর্থ ঢুকলে ভারপ্রাপ্তের শাস্তির প্রতিবিধান রাখা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ১৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। নতুন এক পদ্ধতিতে কাজ হবে। আ্যপ তৈরির কাজ চলছে জোরকদমেই। মুখ্যমন্ত্রী সভাকে আশ্বস্ত করে জানান, পুলিশকে ধন্যবাদ। বেশ কয়েকজন ধৃত। কান টানলে মাথা আসবেই। চলছে তদন্তের কাজ। এসব বরদাস্ত করা হবে না।

You might also like!