Country

2 days ago

Dr. Manik Saha: উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে।  আগরতলায় লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে বিহার দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যের জাতিগোষ্ঠীর মধ্যে একাত্মবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো বিহার দিবস পালন করা হচ্ছে। এরফলে বিহার রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছে। একটা সময় ছিল যখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি উন্নয়নের ছোঁয়ার বাইরে ছিল। মুখ্যমন্ত্রী বিহার দিবস উপলক্ষ্যে বিহার রাজ্যের সমস্ত জনগণকে শুভেচ্ছা জানান এবং এই দিবস পালনের সফলতা কামনা করেন।


You might also like!