Country

4 months ago

Prime Minister Modi:অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৭, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদী

Death in Andhra Pradesh pharmaceutical factory blast rises to 17, Prime Minister Modi is shocked
Death in Andhra Pradesh pharmaceutical factory blast rises to 17, Prime Minister Modi is shocked

 

আনাকাপল্লী, ২২ আগস্ট : অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় ওষুধ কারখানার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছল। ওই ঘটনায় অন্তত ৪০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে প্রশাসন সূত্রের খবর। আনাকাপল্লীর কালেক্টর বিজয়া কৃষ্ণণ বলেছেন, অচ্যুতপুরম এসইজেডের একটি কোম্পানিতে বিস্ফোরণে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

আনাকাপল্লী জেলার অচ্যুতপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (স্পেশাল ইকনমিক জোন বা এসইজেড) ওই বেসরকারি ওষুধ কারখানায় প্রায় হাজারখানেক কর্মী কাজ করেন। বুধবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ হঠাৎই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জেলাশাসক বিজয় কৃষ্ণণ বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।’’ তাঁর দাবি, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

ওষুধ কারখানার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এখন পোল্যান্ডে রয়েছেন, সেখান থেকেই দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।


You might also like!