Country

3 hours ago

Cyclone :দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্নাবর্তের সম্ভাবনা, মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি

Cyclone
Cyclone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দক্ষিণ আন্দামান সাগরে আগামী রবিবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্নাবর্তটি আগামী সপ্তাহের মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর, উত্তর-পশ্চিম দিকে। ওডিশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবরই অভিমুখ থাকবে। এ রাজ্যে আগামী বুধবার এর প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই বিষয়ে জানিয়েছেন।

তিনি আরও বলেন, দক্ষিণ ২৪ পরগণা জেলা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলতঃ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি - উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলাতে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দার্জিলিং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতে রবিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে।


You might also like!