Country

1 month ago

JP Nadda:কংগ্রেস ও ইন্ডি জোট দলিত ও পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণ কেড়ে নিতে চায় : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

অমৃতসর, ৩০ মে : কংগ্রেস ও ইন্ডি জোট দলিত ও পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণ কেড়ে নিতে চায়। বিরোধীদের তীব্র সমালোচনা করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কংগ্রেস ও ইন্ডি জোট ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণ দিয়ে আমাদের দলিত, আদিবাসী, ওবিসি ও পিছিয়ে পড়া ভাইদের সংরক্ষণ কেড়ে নিতে চায়। নাড্ডার কথায়, কিন্তু মোদীজি স্পষ্টই বলেছেন, যতদিন মোদী ও বিজেপি থাকবে, আমরা কারও সংরক্ষণে ভাগ বসাতে দেব না।

নাড্ডা এদিন পঞ্জাবের অমৃতসরের নির্বাচনী জনসভায় বলেছেন, "আগে একটি সরকার ছিল, যেখানে পঞ্জাবের লোকজন দিল্লির দরবারে গিয়ে প্রণাম করত। এখন এমন একটি মান সরকার (ভগবন্ত মান) এখানে এসেছে, যে শীষমহলে গিয়ে প্রণাম করে।" আম আদমি পার্টির সমালোচনা করে নাড্ডা বলেছেন, "এখানে একটি কট্টর বেইমান দল রয়েছে। দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে বন্ধুত্ব, আর এখানে তাঁদের মধ্যেই কুস্তি।"


You might also like!