Country

1 month ago

Chief Ministers of Kerala and Tamil Nadu: কেজরিওয়ালের গ্রেফতারিকে নিন্দা কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

Chief Ministers of Kerala and Tamil Nadu have condemned Kejriwal's arrest
Chief Ministers of Kerala and Tamil Nadu have condemned Kejriwal's arrest

 

চেন্নাই, ২২ মার্চ: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে সর্বত্র জোর চর্চা শুরু হয়েছে। এই গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

মদ কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। এনিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, 'এই গ্রেফতার এমন সময়ে হয়েছে যখন সাধারণ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের সবাইকে জেলে দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অত্যন্ত নিন্দনীয়, এর প্রতিবাদ হওয়া দরকার।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, শুধুমাত্র বিরোধীরাই তদন্ত বা গ্রেফতারের মতো বিষয়ের মুখোমুখি হচ্ছেন। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে পরাজয়ের ভয়ে, হেমন্ত সোরেনের পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে বিজেপি সরকার তাঁদের হতাশা প্রকাশ করেছে। জনগণের ক্ষোভের জন্য বিজেপিকে প্রস্তুত থাকতে হবে। উল্লেখ্য, দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে।

You might also like!