ভোপাল, ২৫ আগস্ট : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব রবিবার ইন্দোরে আয়োজিত শ্রীকৃষ্ণ জন্মোৎসব অনুষ্ঠানে রবিবার যোগদান করবেন৷ এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার শিশু কৃষ্ণ রূপে এবং মায়েরা দেবী যশোদা রূপে অংশগ্রহণ করবেন। ইন্দোরের এই অনুষ্ঠানের থিম "হর ঘর কানহাইয়া - হর মা যশোদা"। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী ডঃ যাদব রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জনসংযোগ আধিকারিক কে কে যোশী জানিয়েছেন যে এই অনুষ্ঠানটি রবিবার ইন্দোরের দশেরা ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মাধবস ব্যান্ডের উপস্থাপনা এবং বাল্লুজি ও তাঁর দলের বংশীবাদন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মটকা ভাঙা, গোপাল পুজো এবং ভোগ বিতরণও হবে বলে জানা গেছে।