Country

1 year ago

CBI Team reach balasorea accident site: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে সিবিআই, তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

CBI started  investigation at Baleshwar
CBI started investigation at Baleshwar

 

বালেশ্বর, ৬ জুন: ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের মধ্যে দুর্ঘটনার ৪ দিনের মাথায় দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় পৌঁছল সিবিআই। মঙ্গলবার ১০ সদস্যের সিবিআই টিম পৌঁছয় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে। টিমের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী বলেছেন, "ফরেনসিক ও সিবিআই টিম এখানে এসে পৌঁছেছে। তাঁরা নমুনা সংগ্রহ করে তদন্ত করছে। তাঁদের সহায়তা করছে রেলওয়ে। তদন্তের সময় সিবিআই সমস্ত দিক তদন্ত করবে।" মঙ্গলবার সিবিআই-এর ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তাঁরা ওই এলাকাটি খতিয়ে দেখেন। তাঁরা এ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। আদিত্য কুমার চৌধুরী আরও বলেছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার টিম খড়গপুর এবং বালেশ্বর-সহ একাধিক স্থানে কাজ করছে। তাঁরা সব তথ্য সংগ্রহ করছে... লোকো পাইলট, স্টেশন মাস্টারের নাম নিয়ে কিছু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। লোকো পাইলট স্থিতিশীল এবং ভুবনেশ্বরে চিকিৎসাধীন।

You might also like!